ছোট একটা শহর । এই শহরে বাস করে নদী আর কাজল । আজ
সারাদিন শহরের আকাশ মেঘে ঢাকা, মাঝে মাঝেই অঝোড় ধারায় বৃষটি হচছে । মনে হয় ওদের
কষটে আজ আকাশও কাঁদছে । কারন আজ এমন একটা দিন যেদিন কাজল নদীকে ছেড়ে চলে যাচেছ
অনেক দুরে, এতটাই দুরে যে অত্যাধুনিক প্রযুকতিও তাকে আর ধরতে পারবে না । সব কিছু যে এভাবে নিমীষে ভেঙ্গে যাবে কেউ
ভাবতে পারেনি। কিনতু নিয়তি!এই নিয়তির কাছে হার মেনে কত হিদয় প্রতিনিয়ত টুকরো টুকরো
হচছে কে রাখে সেই খবর?
চলবে.................
চলবে.................
No comments:
Post a Comment